কলকাতা, ৭ অক্টোবর: রোদ-বৃষ্টির মধ্যেই শহরজুড়ে হালকা শীতের আমেজ শুরু হয়েছে। তার সঙ্গে মঙ্গলবার ভোর থেকে শহরের আকাশ ছেয়ে যায় কুয়াশার চাদরে। রাস্তায় নেমে আসে দৃশ্যমানতার সমস্যা। অনেক জায়গায় যান চলাচলেও প্রভাব পড়ে। এদিন সকালে হাওড়ার কোনা হাইরোডে এই কুয়াশার ছবি ধরা পড়ে। হাওড়া ও কলকাতায় এই কুয়াশা দেখা যায়। আবহাওয়া দফতরের মতে, এই কুয়াশা মূলত রাতের আর্দ্রতা ও তাপমাত্রার পার্থক্যের কারণে তৈরি হয়েছে। পাহাড়ি রাজ্যগুলিতে ইতিমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে রাজ্যে শীত আসতে এখনও ঢের বাকি। তার আগেই মঙ্গলবার কুয়াশার দেখা মিলল শহরে।