দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই বছরের দুর্গাপুজো শেষ হয়ে গেল। পঞ্জিকা অনুযায়ী ২ অক্টোবর, বৃহস্পতিবার পালিত হবে বিজয়া দশমী। চারদিনের মহোৎসব শেষে উমা মা বিদায় নিলেন, আর বাঙালির ঘরে ছড়িয়ে পড়ল সামান্য বিষাদের ছোঁয়া। মা দুর্গার আগমনের জন্য আবার শুরু হলো এক বছরের অপেক্ষা। তবে বাঙালির মনে এই বছরের বিজয়াদশমী থেকেই শুরু হয়ে যায় পরের বছরের বোধনের দিন গোনা। চলুন জেনে নিই ২০২৬ সালের দুর্গাপুজো কবে শুরু হবে এবং তার বিস্তারিত দিনক্ষণ।
এই বছর দুর্গাপুজো হলো অনেক তাড়াতাড়ি। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর বোধন দিয়ে শুরু হয়ে গিয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই কারণে পুজোর মধ্যে কখনও ভ্যাপসা গরম, আবার কখনও বৃষ্টি। আগামী ২০ অক্টোবর পালিত হবে এই বছরের কালীপুজো। আগামী বছর আবার পুজো অক্টোবরের মাঝামাঝি। জেনে নিন ২০২৬ সালে কবে পড়েছে দুর্গাপুজো, সেই হিসেবে ঠিক করুন, কবে থেকে শুরু করবেন পুজোর প্রস্তুতি।২০২৬-এ মহালয়া পড়েছে ১০ অক্টোবর। পিতৃপক্ষের অবসান হয়ে সে দিন দেবীপক্ষের সূচনা হবে। পরের দিন ২১ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন, তাঁরা সে দিন থেকেই পুজো শুরু করবেন।
দুর্গাপুজোর নির্ঘণ্ট ২০২৬—
মহালয়া: ১০ অক্টোবর, শনিবা
মহাষষ্ঠী: ১৭ অক্টোবর, শনিবার
মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রবিবার
মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার
মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার
বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার
আগামী বছর মহাসপ্তমী সোমবার পড়ায় ২০২৬-এ দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্রমতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় র্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ।
আগামী বছর বিজয়া দশমী বুধবার পড়ায় ২০২৬-এ দেবীর গমন হবে নৌকায়। শাস্ত্রমতে, দুর্গা যদি নৌকায় ফেরেন, তাহলে ফল “শস্য বুদ্ধিস্তথাজলম” অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনোকামনা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা। কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়।
সামনের বছর একদিনে পুজোর দুটো তিথি পড়ার মতো কোনও ঘটনা থাকবে না। পুরো চারদিন ধরেই মা থাকবেন আমাদের ঘরে। দুর্গাপুজোর ক’দিন পরেই বাঙালি মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজোয়। ২০২৬-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৫ অক্টোবর রবিবার। কালীপুজো পালিত হবে ৮ নভেম্বর রবিবারে। তার তিন দিন পরে ১১ নভেম্বর বুধবার ভাইফোঁটা।