কলকাতা, ৭ আগস্ট : যথাযোগ্য মর্যাদার সঙ্গেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বুধবার রাজ্য সচিবালয় নবান্ন ও বিধানসভায় কবিগুরুকে স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পাশাপাশি নবান্নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। রাজ্য সরকারের তরফে এই দুই মনীষির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছে। এরপর সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার লবিতেও নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় ছাড়াও অন্যান্য সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে কবির প্রতি শ্রদ্ধা জানান। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। সচিবালয়ের কর্মীরাও কবিস্মরণ অনুষ্ঠানে সামিল হন।