kolkata

1 year ago

Weather Forcast: আগামী ৫ দিনে তাপমাত্রার হেরফের হবে না, দক্ষিণবঙ্গে ঠান্ডা থাকবে হালকাই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৯ ডিসেম্বর : আগামী ৪-৫ দিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। যেমন আবহাওয়া রয়েছে তেমনই থাকবে আপাতত। আগামী ৫ দিনের মধ্যে ঠান্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৫ দিনের মধ্যে তাপমাত্রা বিশেষ হেরফের হবে না। শুধুমাত্র আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও কালিম্পঙ-এ হালকা বৃষ্টি হতে পারে, দার্জিলিংয়ের উঁচু পাহাড়ে হতে পারে হালকা বরফপাত।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তার ফলেই উত্তুরে বাতাস হঠিয়ে পূবালি হাওয়া ঢুকছে বাংলায়। তাই আপাতত শীত নেই বললেই চলে, অনুভূত হচ্ছে হালকা ঠান্ডা। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশিই রয়েছে। শুক্রবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতায় সেভাবে শীত অনুভূত না হলেও, জেলাগুলিতে অবশ্য হালকা শীতের পরশ রয়েছে।

You might also like!