পাটনা, ৫ অক্টোবর : আগামী ২২ নভেম্বরের আগেই ভোট হবে বিহারে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এদিন পাটনায় জ্ঞানেশ কুমার বলেন, সম্প্রতি বিহারে ভোটার তালিকা সংশোধনের কাজ হয়েছিল, বুথ-লেভেল অফিসাররা শুধুমাত্র বুথে ভোটার তালিকা স্বচ্ছ করার কাজটিই করেননি, কিন্তু বিহারের ৯০,২১৭ বুথ-লেভেল অফিসার এমন একটি কাজ করেছেন যা সারা দেশে অনুকরণীয়। ঠিক যেমন বিহারের বৈশালী বিশ্বকে গণতন্ত্রের পথ দেখিয়েছিল। আপনারা সবাই মিলে ভোটার তালিকা স্বচ্ছতার কাজে দেশের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন।"
জ্ঞানেশ কুমার বলেন, "আমরা ভারতের ভোটারদের অভিনন্দন জানাই। সফল এসআইআর প্রক্রিয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বিহারের সকল ভোটারদের কাছে আবেদন জানাই, আপনারা যেভাবে ছট উদযাপন করেন, সেই একই উৎসাহে গণতন্ত্রের এই উৎসবটি উদযাপন করুন। সবাইকে ভোট দিতে হবে এবং নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"