kolkata

1 year ago

C V Ananda Bose: রামরাজ্যে গরিবদের রক্ষা হবে, রাজ্যপাল

C V Ananda Bose
C V Ananda Bose

 

কলকাতা, ২৪ জানুয়ারি : সদ্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরে প্রভু রামের প্রতিষ্ঠা হয়েছে। আর তারপর থেকেই দেশজুড়ে বিতর্কের শীর্ষে ভারতবর্ষ। কেউ কেউ রামরাজের সূচনা বলছেন। বুধবার রাজভবনে নিন্দুকদের উত্তর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, ''রামরাজ্য মানে লোকতন্ত্রের সম্মান করা। এখানে গরীব মানুষের রক্ষা হবে।''

এদিন রাজভবনে উত্তরপ্রদেশের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। সরদার বল্লভ ভাই প্যাটেল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নারায়না স্কুলের দুই ছাত্র ছাত্রী উত্ত্র প্রদেশ সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেন আগত বিশিষ্ট জনের সামনে। খাদ্য, গঙ্গা, ধর্মীয় স্থান, এর সম্ভারে সংকলিত উত্তরপ্রদেশ রাজ্য। এখানেই অবস্থিত দেশের অন্যতম প্রাচীন শহর কাশি। অনুষ্ঠানে উত্তর প্রদেশ নিয়ে কবিতা পাঠ করে শোনানো হয়।

এর পরেই রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, ''উত্তর প্রদেশ স্থাপনা দিবস পালন করছে খুশির বিষয়। সংস্কৃতি ও ধর্মীয় অখণ্ডতার প্রতীক। মৌর্য থেকে মুঘলের উত্থান পতন দেখেছে। সাংস্কৃতিক পূণ্য ভূমি। উদ্গম স্থান উত্তরপ্রদেশ। সেখানে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। ফলে মানুষের আন্তরিক শক্তির বহির্গমন হয়েছেন। প্রত্যেক মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। রামায়ণ আমাদের হৃদয়ে অবস্থিত। রামরাজ শব্দ যদি কারুর খারাপ লাগে তবে ধর্মরাজ বলব। রাম রাজ্য গরীব মানুষের রক্ষা হবে। গরীব মানুষের রক্ষা মানে লোকতন্ত্রকে সম্মান করা হবে।''


You might also like!