kolkata

1 year ago

Raj Bhawan:গরহাজির রাজভবনের তিন কর্মীকে ডাকল পুলিশ, ফের নোটিস?

Raj Bhawan
Raj Bhawan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  পুলিশের তলবে সাড়া দিলেন না রাজভবনের তিন অভিযুক্ত কর্মচারী। ফের তাঁদের নোটিস পাঠাচ্ছে কলকাতা পুলিশ। মঙ্গলবার তাঁদের তিনজনকেই হাজিরা দিতে বলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের সূত্র। রাজভবনে এক মহিলা কর্মচারীর শ্লীলতাহানির ঘটনায় তিন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। রাজ‌্যপালের ওএসডি এস এস রাজপুত, কুসুম ছেত্রী ও পিওন শান্ত লালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ না উঠলেও অভিযোগকারিণীকে জোর করে আটকে রাখা ও তাঁকে নিগ্রহ করার অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের হয়।

এ বিষয়ে রাজভবনের কর্মী এসএস রাজপুত, কুসুম ছেত্রী এবং সন্ত লালের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (বেআইনিভাবে আটকে রাখা) এবং ১৬৬ (কারও ক্ষতি করার উদ্দেশ্যে সরকারি নির্দেশ অমান্য করা) ধারায় এফআইআর করা হয়েছে। অভিযোকারিণী ব্যাঙ্কশাল কোর্টের ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, নোটিস পাঠিয়ে ওই তিন কর্মচারীর বয়ান নিতে চাইছেন অনুসন্ধানকারী দলের সদস্যরা। তাঁরা জানতে চাইছেন, এক মহিলা যখন শ্লীলতাহানির অভিযোগ জানানোর চেষ্টা করছিলেন, তখন কেন, কার নির্দেশে তাঁকে বাধা দেওয়া হচ্ছিল?

সংবিধানের রক্ষাকবচ থাকায় ‘শ্লীলতাহানি’র ঘটনায় সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ দায়ের করতে পারেনি পুলিশ। যদিও সেই ঘটনার সূত্র ধরে অভিযোগকারিণীকে বাধা দেওয়ায় পৃথক এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ।

আইনজ্ঞদের মতে, পুলিশ এক্ষেত্রে তিনবার নোটিস পাঠাতে পারে। এর পরেও যদি রাজভবনের ওই কর্মচারীরা তদন্তে সহযোগিতা না করেন, তা হলে কড়া পদক্ষপও করতে পারে লালবাজার। সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে সমন জারির জন্য আদালতের দ্বারস্থ হতে পারে পুলিশ।


You might also like!