কলকাতা, ২৩ জানুয়ারি : সংক্রান্তির পরেও প্রবল শীতে কাঁপছে গোটা রাজ্য । সোমবারই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস । আজই কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। কলকাতার পাশাপাশি হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু গোটা পশ্চিমবঙ্গ। পাশাপাশি রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট ।
সোমবারই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস, হাওয়া অফিস বলছে যা স্বাভাবিকের ২ ডিগ্রি কম। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৬ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি কম । আজই কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন। বলাই যায়, এবারের মাঘে হাত খুলে ব্যাট করছে শীত। শহর কলকাতার পারদ নামছে হু হু করে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহে জেল জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু সমগ্র দক্ষিণবঙ্গ। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামী ২৪ ঘন্টা একই রকম পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের । সেইসঙ্গে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। হাওয়া অফিস বলছে রাজ্যের নয় জেলায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর থেকেই আবহাওয়া পরিবর্তন হতে পারে বলা মনে করা হচ্ছে।
ঠাণ্ডায় কাঁপছে উত্তরবঙ্গও । দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। ফলে দুই জেলার তাপমাত্রা আরও কমে যেতে পারে। দার্জিলিঙের উঁচু এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।