কলকাতা, ৬ জানুয়ারি : শীতের ইনিংসে আপাতত ভাঁটা পড়তে চলেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে উধাও হবে শীতের আমেজ, আবার সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতার আকাশ আপাতত থাকবে পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তাই আগামী ৫-৬ দিন হিমেল পরশ পাওয়ার সম্ভাবনা কম। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। মুর্শিদাবাদ, বীরভূম ও মালদায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে দার্জিলিং ও সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ১০ জানুয়ারির আগে তাপমাত্রা কমার আপাতত কোনও সম্ভাবনা নেই, তবে ১০ তারিখের পর ফের বদলাতে পারে আবহাওয়া। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।