কলকাতা, ১৯ ফেব্রুয়ারি : শীত এই বছরের মতো বিদায় নিতে চলেছে, এবার বসন্তের আগমনী। কোকিলের ডাক তো ছিলই, এবার তাপমাত্রাও জানান দিচ্ছে বসন্ত এসে গিয়েছে। আবহাওয়া দফতরও জানাচ্ছে, যেতে যেতে শীতের পিছন ফেরার সম্ভাবনা আর নেই বললেই চলে। কার্যত শীতের বিদায় হচ্ছে বাংলা থেকে। এবার শুধু বসন্তের অনুভূতি। পশ্চিমের জেলাগুলিতে এখনও কিছুটা শীতের আমেজ রয়েছে। তবে শীতের আমেজ আরও কমে যাবে ধীরে ধীরে। সোমবার থেকেই আবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি হতে পারে। মূলত বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বদলাতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকছে। উত্তরবঙ্গে আগামী দু'দিন শুষ্ক আবহাওয়া থাকার কথা। শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের বাকি জেলায়। সিকিমের তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায়।