kolkata

1 year ago

Suvendu Adhikari: ১৪৪ ধারাহীন সন্দেশখালির এলাকায় যেতে পারেন শুভেন্দু, পর্যবেক্ষণ আদালতের

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির যে জায়গায় ১৪৪ ধারা নেই সেখানে যেতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি নির্দিষ্ট কোন জায়গায় শুভেন্দু অধিকারী যেতে চাইছেন সেবিষয়েও আদালতকে জানাতে বলা হয়েছে। এই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।

সন্দেশখালি ঢুকতে বাধা

সন্দেশখালির পরিস্থিতি নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। একাধিকবার সন্দেশখালিতে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শুভেন্দুর অভিযোগ, বেশ কয়েকটি এলাকা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

কোথায় আটকানো হয় শুভেন্দুকে

গত সোমবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তাঁকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। কলকাতার সায়েন্সসিটির কাছেই তাঁকে আটকে দেওয়া হয়। যদিও এরপর ফের বৃহস্পতিবার সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলেও বাধা দেওয়া হয় বিরোধী দলনেতাকে।

You might also like!