kolkata

1 year ago

Sukanta:আটক হওয়ার এক ঘন্টা পর সুকান্তদের মুক্তি, পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ বিজেপির

Sukanta Majumdar (File Picture)
Sukanta Majumdar (File Picture)

 

বসিরহাট, ১৪ ফেব্রুয়ারি: বসিরহাট এসপি অফিসের সামনেই রাত কাটাবেন বলে মনস্থির করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে গিয়ে রাস্তায় ঠায় বসেছিলেন সুকান্ত-সহ দলের অনেক নেতা-কর্মীরা। এসপি অফিসের পাশেই বিজেপির তরফ থেকে তৈরি হয় ধর্নামঞ্চ। এসপি অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন বিজেপির সাত জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ। তাঁদের সবাইকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এই দাবিতেই ধর্না চলতে থাকে।

এরপর সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নারত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতা কর্মীদের রাত সাড়ে ১২টা নাগাদ আটক করে পুলিশ। ধর্না মঞ্চ থেকে আটক করে তাঁদের বসিরহাট স্টেডিয়ামের ভিতরে আনা হয়। প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর রাত প্রায় দেড়টা নাগাদ বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় সুকান্ত এবং বিজেপি কর্মীদের।

ছাড়া পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “আমাদের দলীয় কর্মীদের আটক করতে পুলিশ যে তৎপরতা দেখালো, শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের ধরতে এ রকম তৎপরতা দেখালে পুলিশকে এখন এই পরিস্থিতির সম্মুখীন হতে হত না।” তিনি আরও জানান, "পুলিশ আমাদের ও দলীয় কর্মীদের আটক করেছে। এমনকি দলের মহিলা কর্মীদের সঙ্গেও পুলিশ দুর্ব্যবহার করেছে। আমরা পুলিশকে আদালতে নিয়ে যাব, তারা আমাদের সঙ্গে চোর অথবা অপরাধীর মতো আচরণ করেছে... পুলিশ মানছে না সিআরপিসির সংবিধান, তারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনেন।"

You might also like!