কলকাতা, ৯ ফেব্রুয়ারি : হস্টেলের বন্ধ অংশ খোলার পাশাপাশি মেস চালুর দাবিতে রাতভর বিক্ষোভ হল প্রেসিডেন্সিতে। ডিনের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার রাতভর ঘেরাও চলে। শুক্রবারও প্রতিষ্ঠানের অবস্থা থমথমে।
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হস্টেল নিয়ে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ পড়ুয়াদের। রাতভর কার্যত ঘেরাও করে রাখা হল ডিন অফ স্টুডেন্টস ও বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট অফিসারকে। কোভিডের পর থেকে বন্ধ হয়ে যাওয়া মেস ব্যবস্থা চালুর দাবিতে ফের আন্দোলনে নামে পড়ুয়ারা।
দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে হিন্দু হস্টেলের একাংশ। বেহাল অবস্থায় পড়ে থাকা হিন্দু হস্টেলের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডও দ্রুত খোলার দাবি তুলেছে তাঁরা। এর পাশাপাশি, ১৭ হাজার টাকার বদলে মেস খরচ বাবদ কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা দিতে হবে বলেও দাবি করেছে পড়ুয়ারা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, ২০২২ সালের মার্চ মাসে হিন্দু হস্টেল খোলা হলেও মেসের ব্যবস্থা করতে পারেনি কর্তৃপক্ষ। অভিযোগ, গত ২ বছর ধরে বারবার আবেদন জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। আবাসিকরা বাধ্য হয়ে নিজের উদ্যোগে মেস চালু করলেও পাকাপাকি কোনও ব্যবস্থা নেননি ডিন। মেসখরচ বাবদ ১৭ হাজার কর্তৃপক্ষ দিলেও তা যথেষ্ট নয় বলে দাবি পড়ুয়াদের।আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, তাঁদের নানা দাবি না মানা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।