kolkata

1 year ago

Lok Sabha Election 2024:বাংলার ভোটে অশান্তি হলে দায়ী থাকবে রাজ্য পুলিশই,কড়া ব্যবস্থারও হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের

West Bengal Police DG Rajeev Kumar (left). Chief Election Commissioner Rajeev Kumar
West Bengal Police DG Rajeev Kumar (left). Chief Election Commissioner Rajeev Kumar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করাতে হবে রাজ্য পুলিশকেই। ভোটের সময় যদি কোথাও গন্ডগোল হয়, তার দায় বর্তাবে ডিজিপির উপরই। লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবারই এ রাজ্যে এসেছে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ।৷ মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিয়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ সরাসরি জানালেন যে ভোটের সময় হিংসা হলে তার দায়িত্ব নিতে রাজ্য প্রশাসনকেই ৷

লোকসভা নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ৷ এখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ প্রতিটি রাজ্যে গিয়ে শেষপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখছে ৷ গত দু’দিন কলকাতায় থেকে কমিশনের ফুল বেঞ্চের সদস্যরা খতিয়ে দেখলেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ৷ সবশেষে মঙ্গলবার সকালে তাঁরা সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান যে কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ঠিক কী কী অভিযোগ করেছেন, কী কী দাবি করেছেন ৷

তাঁর কথায়, ভোটে হিংসা, সরকারি আধিকারিকদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ৷ এই নিয়ে সংশ্লিষ্ট সবস্তরের আধিকারিকদের সঙ্গে কমিশনের কথা হয়েছে ৷ রাজ্য প্রশাসনের সবস্তর থেকেই হিংসামুক্ত নির্বাচন করানোর বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে ৷ তাই এ দিন তিনি জানান যে হিংসার পরিস্থিতি তৈরি হলে তার দায়িত্ব রাজ্যের পুলিশ ও প্রশাসনকেই নিতে হবে ৷ এই ধরনের ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে ৷

তিনি জানান, পুলিশ ও প্রশাসনের সমস্ত আধিকারিকদের নিরপেক্ষ থাকার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে ৷ এখন থেকেই রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে ৷ তাদের থেকে সমস্ত অভিযোগ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ৷ লিখিতভাবে জবাব দিতে অভিযোগকারীদের ৷ কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না ৷

তিনি আরও জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন ৷ রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের পর কমিশনের মনে হয়েছে যে এবার হিংসার ঘটনা ঘটতে দেওয়া হবে না ৷ তবে তেমন কিছু হলে, সেই মতো ব্য়বস্থা নেওয়া হবে ৷ এছাড়া তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ভোটের সময় নিরাপত্তার প্রধান দায়িত্ব রাজ্য পুলিশের ৷

আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে রাজীব কুমার জানান, কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত পরিমাণে আসবে ৷ নিরপেক্ষভাবে বাহিনী মোতায়েন করা হবে ৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের নিরাপত্তার নোডাল অফিসার ও কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষক আলোচনা করে বাহিনী মোতায়েন করবে ৷ জেলাস্তরে জেলাশাসক, পুলিশ সুপার ও কমিশনের জেলা পর্যবেক্ষক বাহিনী মোতায়েন নিয়ে সিদ্ধান্ত নেবে ৷


You might also like!