kolkata

1 year ago

Child Death: বিধানসভায় দাঁড়িয়ে চোপড়ায় শিশুমৃত্যুতে শাস্তি দাবি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। সম্প্রতি খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের। সেটিকে হাতিয়ার করে বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগে বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার তিনি অধিবেশনে বললেন, “বিএসএফ বিজেপির হয়ে কাজ করছে।’’ তাঁদের শাস্তি দাবি করে মুখ্যমন্ত্রী বিস্ফোরক দাবি করলেন বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলেও ।

উত্তর দিনাজপুরের চোপড়ায় চার শিশুর মৃত্যু ঘিরে উত্তাপ বেড়েছে বঙ্গ রাজনীতিতে। বিএসএফের গাফিলতিতেই তাদের মৃত্যু হয়েছে বলে দাবি করে চাপ বাড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব। এর মাঝেই বিধানসভায় দাঁড়িয়ে বিএসএফের শাস্তি চাইলেন খোদ মুখ্যমন্ত্রী। বললেন, “আমি বিএসএফের শাস্তি চাই।”

এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিএসএফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “বিএসএফ ভোটের আগে ব্যাগে করে গেরুয়া রংয়ের কাপড় বিলি করে বেড়াচ্ছে। এসব কোথায় পায়? বিজেপির হয়ে কাজ করছে।” এর স্বপক্ষে প্রমাণ হিসেবে একটি ছবিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা করেন।

প্রসঙ্গত, বিএসএফের অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলতে খেলতে গর্তে পড়ে মারা যায়।

You might also like!