kolkata

1 year ago

Recruitment Scam: স্ত্রীকে চাকরি দিয়ে পদ খোয়ালেন SSC কর্তা শেখ সিরাজউদ্দিন

Bikash Bhavan
Bikash Bhavan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিয়ম বহির্ভূতভাবে স্ত্রীকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। আদালতের নির্দেশ মেনে পদ থেকে সরানো হল স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে।বিকাশ ভবন থেকে চিঠি এলে পরবর্তী পদক্ষেপ করবে সেন্ট্রাল SSC। প্রসঙ্গত, সোমবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দেন, “অবিলম্বে শেখ সিরাজউদ্দিনকে হেফাজতে নিন। তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। অবিলম্বে পদক্ষেপ করুন।”

 অভিযুক্ত কর্তাকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল পদ থেকে। তবে সোমবার হাইকোর্টে এই বিষয়ে কিছু জানাননি রাজ্যের আইনজীবী।  আচার্য সদন থেকে জানানো হয়েছে, চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এবিষয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “হাইকোর্টের নির্দেশের আগেই আমরা অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছি। কোনওরকমের অন্যায়কে বরদাস্ত করা হবে না।”

মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের ভুয়ো নিয়োগের তদন্তে নেমে সম্প্রতি আরও দুই জেলায় ভুয়ো শিক্ষক নিয়োগের হদিস পায় রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। রিপোর্টে সিআইডির দাবি ছিল, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরের দু’টি স্কুলে একটি করে বেআইনি নিয়োগের সন্ধান পাওয়া গিয়েছে। দু’জনেই বর্তমানে কর্মরত। এঁদের মধ্যে বাঁকুড়ার অভিযুক্ত শিক্ষিকার নাম জেসমিন খাতুন। ২০১১ সালের স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষার প্যানেলের নিরিখে ২০১৯ সালে তাঁকে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। অথচ তত দিনে ওই প্যানেলের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। জেসমিনের স্বামী শেখ সিরাজুদ্দিন বাঁকুড়ার শালডিহা কলেজের অধ্যক্ষ এবং এসএসসি-র পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান। অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের করণচাঁদ হাই স্কুলে কর্মরত শুভেন্দু হাটুয়া নামে এক শিক্ষকের নিয়োগ নিয়েও অভিযোগ উঠেছিল।

You might also like!