দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগত সোমবার রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। দিন তিনেক কেটে গেলেও এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আজ, শুক্রবার হাসপাতাল থেকে তাঁকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন বিধানসভায় দ্বিতীয়ার্ধে পুর বিষয়ক দফতরের একটি বিল পেশ হওয়ার কথা। সেই বিলের আলোচনায় অংশ নিতেই ফিরহাদ হাকিম বিধানসভায় যাবেন বলে জানা গিয়েছে। বিলের উপর জবাবি ভাষণ দিতে পারেন তিনি।
বিধানসভায় বাজেট (Budget) অধিবেশন চলছে। শুক্রবার গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা। তাই হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও সাময়িক ছুটি নিয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম আসবেন বিধানসভায়। জানা যাচ্ছে, হাতে স্যালাইনের চ্যানেল, বিশেষ অ্যাম্বুল্যান্সে চিকিৎসক, নার্সকে সঙ্গে নিয়ে তিনি দুপুর দেড়টা নাগাদ বিধানসভায় পৌঁছবেন। ১.৪৫ নাগাদ বিল পেশ করার পর ঘণ্টাখানেক থেকে ফের চলে যাবেন হাসপাতালে।
এখানেই শেষ নয়। শনিবারও আবার একইভাবে মেয়র ফিরহাদ হাকিম যাবেন কলকাতা পুরসভায় (KMC)। ওইদিন পুরসভার বার্ষিক বাজেট পেশ। দুপুর ১২ টা নাগাদ পুরসভায় মেয়র পারিষদদের নিয়ে বৈঠকে সেই বাজেট অনুমোদন করানো হবে। তার পর তা পেশ করা হবে। সবটাই করবেন অসুস্থ মেয়র ফিরহাদ হাকিম। তিনি হাসপাতালে ভর্তি বলে কোনও কাজ ব্যাহত হোক বা বিলম্ব হোক, তা চান না। আর সেই কারণেই বিশেষ অ্যাম্বুল্যান্সেই ফিরহাদ হাকিম যাবেন বিধানসভা ও কলকাতা পুরসভায়।