kolkata

1 year ago

Shahjahan: সিবিআই হেফাজতে প্রথম রাতেই ঘুম উড়েছে শাহজাহানের

Shahjahan (File Picture)
Shahjahan (File Picture)

 

কলকাতা, ৭ মার্চ: সন্দেশখালির শেখ শাহজাহান আপাতত সিবিআই হেফাজতে। রাত ৯টা ২২ মিনিট নাগাদ তাঁকে নিয়ে গোয়েন্দা আধিকারিকরা পৌঁছন নিজাম প্যালেসে। ৫৫ দিন ‘লুকিয়ে’ থাকার পর বুধবার সিবিআই হেফাজতে প্রথম রাতেই ঘুম উড়েছে শাহজাহানের।

সিবিআই সূত্রে খবর, বুধবার জোকা ইএসআই হাসপাতাল থেকে ফেরার পর রাত্রিবেলাই ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয়েছে। হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। রাতেও সিআরপিএফ প্রহরা ছিল শাহজানের ঘরের বাইরে। ঘুমানোর সুযোগ দেওয়া হলেও নাকি ঘুম উড়েছে সন্দেশখালির ‘বাঘের’।

সূত্রের খবর, এরপর বৃহস্পতিবার সকালে দেওয়া হয়েছে চা-বিস্কুট। যদিও, ব্রেকফাস্টেই তিনি ভাত খেতে আবদার করেছেন বলে খবর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে দেওয়া হবে রুটি,সবজি। এরপর সকাল ১১টা থেকে শুরু হবে জেরা পর্ব বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।

You might also like!