kolkata

1 year ago

Local trains canceled on Sunday: জনগর্জন সভার দিন বাতিল একাধিক লোকাল, চক্রান্ত দেখছে তৃণমূল

Kolkata Local Train (File Picture)
Kolkata Local Train (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: রবিবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল হাওড়ায়। লিলুয়া স্টেশনে ফুট ওভার ব্রিজের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।

এদিকে রবিবারই ব্রিগেডে তৃণমূলের ‘জনগর্জন’ সভা। জেলা থেকে বহু কর্মী ট্রেন পথকেই বেছে নেন সমাবেশে পৌঁছতে। এদিনই হাওড়া ডিভিশনে লোকাল ট্রেন বাতিলের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। তাদের অভিযোগ, তৃণমূলের কর্মসূচি বানচাল করার লক্ষ্যেই রবিবার একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল। সূত্রের খবর, শুধু হাওড়া ডিভিশন নয়, শিয়ালদহ শাখারও বেশ কয়েকটি ট্রেন বাতিল হয়েছে।


You might also like!