দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই উপনির্বাচন। লোকসভা ভোটের (2024 Lok Sabha Polls) সঙ্গেই হবে রাজ্যের দুই বিধানসভা আসনের উপনির্বাচন (WB By Polls)। আগামী ১ জুন উত্তর কলকাতায় ভোটের দিন একইসঙ্গে বরানগরের উপনির্বাচনে ভোট দেবেন এখানকার বাসিন্দারা। আর তার জন্য জোড়া প্রচারে বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। প্রার্থী হওয়া তাঁর কাছে নতুন না হলেও বরানগর (Baranagar) একেবারেই অচেনা মাটি। সৌজন্য সাক্ষাৎ নাকি ভোটের আগে মদনের থেকে কোনও টিপস নিলেন তিনি, এই নিয়েই কৌতূহল।
গত ৪ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। হাসপাতালে থাকাকালীনই আবার তাঁর বাঁ কাঁধের একটি হাড় ভেঙে যায়। অস্ত্রপচারের পর মদনের বাঁ কাঁধে টাইটেনিয়াম প্লেট বসানো হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দু সপ্তাহের ব্যবধানে ফের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার সমস্যা হয়েছিল হিমোগ্লোবিনের। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে বর্তমানে বাড়িতেই আছেন মদন। তাঁর সঙ্গে দেখা করলেন সায়ন্তিকা। তৃণমূল বিধায়কের সুস্থতা কামনা করেছেন তিনি।
অসুস্থ মদন মিত্রকে দেখতে দক্ষিণেশ্বরের বাড়িতে যান সায়ন্তিকা। সূত্রের খবর, কালী মন্দিরে পুজো দিয়ে মদন মিত্রর দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। সে কথাই তাঁকে জানাতে গেছিলেন। তবে দুজনের মধ্যে রাজনীতি নিয়ে কোনও কথা হয়েছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যে এলাকায় সায়ন্তিকা উপনির্বাচনে প্রার্থী হয়েছেন সেই এলাকা সম্পর্কে মদন মিত্রর যথেষ্ট জ্ঞান রয়েছে। তাই ভোটের আগে তাঁর থেকে কিছু টিপস তিনি নিতে যেতেই পারেন। বিষয়টি অস্বাভাবিক নয়।
লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল যে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তাতে সায়ন্তিকার নাম ছিল না। তারপর থেকেই তিনি কিছুটা বেসুরো হয়ে গেছিলেন। কিন্তু ব্রিগেডে লোকসভার প্রার্থী ঘোষণার সময়েই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁদের টিকিট দেওয়া গেল না তাঁদের বিধানসভা ভোটের সময়ে টিকিট দেওয়ার চেষ্টা করবেন তিনি। প্রথম সুযোগেই প্রার্থী করা হয়েছে সায়ন্তিকাকে। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে উপ নির্বাচন হচ্ছে বরানগরে।