kolkata

1 year ago

RAM MANDIR CELEBRATION IN KOLKATA: কলকাতার রাম মন্দিরে রামভক্তদের সমাগম, আনন্দ-উৎসবে মেতেছে কলকাতা

RAM MANDIR CELEBRATION IN KOLKATA
RAM MANDIR CELEBRATION IN KOLKATA

 

কলকাতা, ২২ জানুয়ারি : উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠান শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তার আগে কলকাতায় উৎসবের আমেজ। সকাল থেকেই মধ্য কলকাতার সেন্ট্রাল এভিনিউ সংলগ্ন রাম মন্দিরে ভক্তদের সমাগম ঘটেছে। দলে দলে ভক্তরা বর্ণাঢ্য শোভা যাত্রা করে উপস্থিত হয়েছেন মন্দির প্রাঙ্গণে। এদিকে মধ্য কলকাতার রাম মন্দিরকে বিশেষ রূপে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষত যারা অযোধ্যায় যেতে পারেননি তারা কলকাতায় নিজ নিজ এলকায় রাম পুজোয় মেতেছে। এছাড়াও উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন মন্দিরে এদিন রাম পুজোর আয়োজন করা হয়েছে।

এবিভিপির পক্ষ থেকে এদিন ভবানীপুর সংলগ্ন পদ্মপুকুর এলাকায়, লেক গার্ডেনস রাম মন্দির, কলকাতা মিউজিয়ামের কাছে নাগেশ্বর মন্দির, সহ বিভিন্ন মন্দিরে রাম পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি বিজেপি লিগ্যাল সেলের পক্ষ থেকে লাড্ডু বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনে অযোধ্যা থেকে রাম পুজোর লাইভ দেখানোর ব্যাবস্থা করা হয়েছে।উল্লেখ্য, ৫০০ বছর সংগ্রামের পর অযোধ্যায় রাম মন্দির আবারো ফিরে পাওয়া গেছে। তারই উৎসবে মেতেছে কলকাতা সহ ভারতবাসী।


You might also like!