kolkata

1 year ago

Firhat Hakim : বন্দর এলাকার সৌন্দর্য তুলে ধরতে পোর্টাথন, মেয়র

Firhat Hakim (File picture)
Firhat Hakim (File picture)

 

কলকাতা, ২৮ জানুয়ারি : আমুল পরিবর্তন হয়েছে বন্দর এলাকার। বদলে গিয়েছে অমিতাভ বচ্চনের দিওয়ার ছবির বন্দর এলাকার চেহারা। রবিবার পোর্ট এলাকায় পোর্টাথন অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দিয়ে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরো বলেন, পোর্ট এলাকা নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। মানুষের কাছে সেই উন্নয়ন তুলে ধরাই মূল লক্ষ্য।

এদিন সকালে কলকাতা বন্দর এলাকায় ম্যারাথনে পা মেলালেন কয়েক হাজার মানুষ। বন্দর এলাকাতে এই প্রথম এমন কোন উদ্যোগ বলে দাবি করলেন মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম। কম বেশি ৩০০০ প্রতিযোগী অংশ গ্রহণ করে। ৭ হাজার, ১৪ হাজার ও ছোটদের জন্য ৫০০ কিমি দৌড়ের আয়োজন করা হয়েছিল।

অন্যদিকে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দিয়ে বলেন, ''বর্তমান যুগে শরীরচর্চার প্রয়োজনীয়তা আছে। আর কলকাতার আবহাওয়া ম্যারাথনের উপযুক্ত। আরো বেশি পরিমাণে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন হওয়া উচিত।'' প্রতিযোগিতার উদ্বোধনে সস্ত্রীক মেয়র ফিরহাদ হাকিমের পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশীষ কুমার ,এলাকার কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ও অন্যান্যরা।

You might also like!