kolkata

1 year ago

Police raided the house of Hiran's secretary:হিরণের সচিবের বাড়িতে পুলিশি হানা, ৩ বিজেপি নেতার বাড়িতে রাতভর তল্লাশি

Police raided the house of Hiran's secretary
Police raided the house of Hiran's secretary

 

ঘাটাল, ২২ মে : শুভেন্দু অধিকারীর পর হিরণ চট্টোপাধ্যায়। এবার ঘাটালের বিজেপি প্রার্থীর সচিবের বাড়ি-সহ ৩ জায়গায় হানা দিল পুলিশ। বুধবার ভোররাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরের ৩ বিজেপি নেতার বাড়িতে চলল তল্লাশি অভিযান। ঘাটাল লোকসভা আসনে বিজেপির হয়ে ভোটে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রের খবর, বুধবার ভোররাত আড়াইটে নাগাদ খড়গপুরের তালবাগিচায় তমোঘ্নর বাড়িতে হাজির হয় ঘাটাল ও খড়গপুর লোকাল থানার পুলিশ। হিরণের দাবি, এর পাশাপাশি কেশপুরে আরও এক বিজেপি নেতা এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ হানা দেয়। কী কারণে অভিযান, তা নিয়ে মুখ খোলেনি পুলিশ। যদিও হিরণ চট্টোপাধ্যায়ের ফেসবুক লাইভে দেখা যায়, কর্তব্যরত পুলিশ অফিসার প্রার্থীকে বলছেন, প্রতারণা মামলার তদন্ত করতেই এই অভিযান।


You might also like!