kolkata

1 year ago

Aadhaar Card Row:আধার ‘নিষ্ক্রিয়’ হওয়া নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের সংসদীয় দল, ৫ সাংসদ জমা দেবে ডেপুটেশন

Aadhar Card
Aadhar Card

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে।এই সংক্রান্ত মেসেজ, নোটিস ঘিরে আমজনতার মধ্যে আতঙ্ক-বিভ্রান্তি ছড়িয়েছে। সমাধান সূত্র খুঁজতে উদ্যোগী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে যাচ্ছেন।

তৃণমূলের পাঁচ সদস্যের সংসদীয় দলে রয়েছেন সুখেন্দুশেখর রায়, প্রতিমা মণ্ডল, দোলা সেন, সাজদা আহমেদ এবং সাকেত গোখলে। এদিন জাতীয় নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। এরপর দুপুর ৩টে নাগাদ ওই প্রতিনিধি দলের সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে।

বিগত কয়েক দিন ধরে রাজ্যের নানা প্রান্তে বেশ কিছু মানুষের আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে। ডাকযোগে 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (ইউআইডিএআই) রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে চিঠি পেয়েছেন তাঁরা। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে চিঠি আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে আধার বাতিল হলে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে হবে। গ্যাসের সংযোগ, ব্যাঙ্কের লেনদেন, সমস্যা হবে সবেতেই। এ সব ভেবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।

আধার নিষ্ক্রিয় হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগও এনেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়েছে তাদের বিকল্প কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। সিউড়ির জনসভায় মুখ্যসচিব বিপি গোপালিকাকে আধার নিয়ে সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চ হিসেবে একটি পোর্টাল তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। 

 আধার-ইস্যুতে সক্রিয় বিজেপিও। ইতিমধ্যে আধার বাতিল হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, বিজেপি নেতা সুকান্ত মজুমদার। টুইট করে বিষয়টির আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও জানান,  রাঁচির আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল আধার কার্ডগুলি। সেটি প্রযুক্তিগত কোনও সমস্যা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্তারা এবিষয়ে কিছুই জানতেন না বলে দাবি শুভেন্দুর। 

আধার কর্তৃপক্ষও বিবৃতি দিয়ে জানিয়েছিল, কারও আধার বাতিল হচ্ছে না। আর আধার কার্ড নিয়ে শাসক-বিরোধী চাপানউতোরের মাঝেই নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দিতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল।


You might also like!