দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পকেটে খুচরো টাকা না নিয়ে মোটা নোট নিয়ে কন্ডাক্টরের দিকে ধরলেই ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে সে। আবার খুচরো থাকলেও গোটা নোট ভাঙাতে অনেকেই মেলে ধরেন বড় সংখ্যার নোট। যার ফলে মেজাজ চরমে ওঠে কন্ডাক্টরের। যাত্রী এবং তার মধ্যে লেগে যায় বচসা। এমন ঘটনার দৃষ্টান্ত উপভোগ করতে উঠে পড়তে হবে ব্যাস্ত সময়ের কলকাতার বাসে। এই সমস্যা এড়াতে এবার দূরপাল্পার বাসের মতো সিটি-সাবার্বান (শহর ও শহরতলি)-এর ক্ষেত্রে অনলাইনেই টিকিট কাটার ব্যবস্থা চালুর পথে পরিবহণ দপ্তর। যেখানে বাসে ওঠার আগেই অগ্রিম টিকিট কেটে নিতে পারবেন নিত্যযাত্রীরা। তবে অনলাইনে কেবলমাত্র মিলবে সরকারি বাসের টিকিট। বেসরকারি বাসগুলিতে এই ব্যাবস্থা চালু করা আপাতভাবে সম্ভব নয় বলেই জানাচ্ছেন বাস সংগঠনের প্রতিনিধিরা।
এর পিছনের কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তাঁরা জানাচ্ছেন, নাগেরবাজার-সায়েন্স সিটি (২০২) রুটে ২২টি বাস চলে। সব বাসের মালিক একজন নন। অন্য রুটের ক্ষেত্রেও বিষয়টা এক। তাই বেসরকারি বাসগুলিতে অনলাইন টিকিট চালু করা বেশ মুশকিল। তবে যাত্রীদের সুবিধার্থে বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিদের কিউআর কোডের মাধ্যমে ভাড়া আদায়ের পথে হাঁটতে বলেছে পরিবহণ দপ্তর।