রাজ্যের অন্যতম প্রধান শহর কলকাতায় প্রতিদিনই বহু মানুষ পার্শ্ববর্তী জেলাগুলি থেকে শহর কলকাতায় আসেন বিভিন্ন প্রয়োজনে। কেই আসেন পেশাগত তাগিদে, কেউ পড়াশোনার কারণে, কেউ চিকিৎসার জন্য কেই আবার অন্য কোনও প্রয়োজনে। ফলে কলকাতায় প্রতিদিনই শহরের বাসিন্দা ভিন রাজ্য বহু মানুষের জমায়েত হয়। সেই কারণে শহর কলকাতার যান চলাচল স্বাভাবিক রাখতে সবসময় তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, উত্তরবঙ্গ এমনকী ভিন রাজ্য থেকেই সারাবছর মানুষের যাতায়াত লেগেই থাকে শহর কলকাতায়। অন্যদিকে শহর কলকাতার বুকে সারা বছরই লেগে থাকে মিটিং, মিছিল ও বিভিন্ন সমাবেশ। ফলে শহরের বিভিন্ন রাস্তায় মাঝে মধ্যেই তৈরি হয় যানজট। আর সপ্তাহের কাজের দিনে তেমনটা হলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। একদিকে যেমন গন্তব্যে পৌঁছতে দেরি হয়, অন্যদিকে আবার বিকল্প পথে গন্তব্যে যেতে বাড়তি গাঁটের কড়িও খরচ হয়।
কলকাতা ট্রাফিক পুললিশ জানাচ্ছে আজ মঙ্গলবারও শহরে রয়েছে কিছু মিটিং সমাবেশ। সোশ্যাল মিডিয়া এ পোস্টে কলকাতা ট্রাফিক বিভাগ জানাচ্ছে যে, আজ বেলা ১১টা নাগাদ সাউদার্ন অ্যাভিনিউতে একটি মিটিং রয়েছে। বেলা ১২টা নাগাদ হাজরা রোড, এসপিএম রোডে রয়েছ একটি জমায়েত কর্মসূচি। সেখানে প্রায় ৫০ -৬০ জনের জমায়েত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি দুপুর দেড়টা আরও একটি জমায়েত কর্মসূচি রয়েছে স্ট্র্যান্ড রোডে। যদিও সমস্ত ক্ষেত্রেই যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ।