kolkata

1 year ago

Anupam Hazra:'পদমুক্ত' হওয়ার পর সামাজিক মাধ্যমে অনুপমের দাবি ঘিরে নয়া জল্পনা

Anupam Hazra
Anupam Hazra

 

কলকাতা, ২৭ ডিসেম্বর  ‍‍‍: ‘বিদ্রোহী’ অনুপম হাজরাকে মঙ্গলবার সন্ধ্যায় ‘পদমুক্ত’ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি৷ কিন্তু জাতীয় সম্পাদকের পদ যাওয়ার পর বোলপুরের প্রাক্তন সাংসদ সামাজিক মাধ্যমে বোঝানোর চেষ্টা করলেন, তিনি বিজেপিতে একেবারে ব্রাত্য হয়ে যাননি৷ তাঁর দাবি, গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের কিছু শর্ত মেনে চললে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে।

গভীর রাতে অনুপম হাজরা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ৷ তাতে তিনি লিখেছেন, ‘‘পদ থেকে সরাবার ঠিক তিন ঘণ্টার মধ্যেই বার্তা - কিছু শর্ত মেনে চললে ‘সব আবার আগের মতো’!!! ৷’’

তাঁর এই পোস্টের পর বঙ্গ রাজনীতির অন্দরে নতুন চর্চা শুরু হয়েছে ৷ অনেকেই জানতে চান, তাহলে কি পদ থেকে সরিয়ে শুধুই অনুপমকে সমঝে দেওয়া হল যে দলই শেষ কথা?

প্রসঙ্গত, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় বাংলার রাজনীতিতে উদয় হন অনুপম হাজরা। পেশায় অধ্যাপক অনুপম ওই বছর বোলপুর লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে সাংসদ হন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে আচমকাই তিনি চলে যান বিজেপিতে৷ ওই বছর যাদবপুর থেকে লোকসভা নির্বাচনে লড়েন৷ কিন্তু হেরে যান।


You might also like!