kolkata

1 year ago

Kolkata Metro : অফিস টাইমে ফের হয়রানির শিকার মেট্রো যাত্রীরা!

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বৈদ্যুতিন সমস্যার কারণে অফিস টাইমে গিরিশ পার্ক থেকে পার্কস্ট্রিট পর্যন্ত বন্ধ থাকল আংশিক মেট্রো পরিষেবা। গিরিশ পার্ক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে গেলে ব্যাপক হয়রানিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। এই সমস্যার জেরে বহু নিত্যযাত্রীরা অফিস পৌঁছোবার বিকল্প পথ বেঁছে নেন। 

এই সংক্রান্ত সমস্যার একটি বিবৃতি দিয়ে মেট্রোর তরফে জানানো হয়েছে, সকাল সওয়া ১০টা নাগাদ ডাউন লাইনে লাইনে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনের মাঝে একটি ফ্ল্যাশ দেখা যায়। যার জেরে বর্তমানে ময়দান থেকে কবি সুভাষ এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বরের মধ্যে কাটা সার্ভিস চালান হচ্ছে। এই বিষয়ে এক যাত্রী সংবাদমাধ্যমে জানান, মাইকে বিষয়টি ঘোষণা করা হলেও তা অস্পষ্ট। স্টেশনে উপস্থিত যাত্রীদের কানে তা সঠিকভাবে পৌঁছচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। ফলে যাত্রীদের একাংশের মধ্যে মেট্রো বন্ধ থাকার কারণ নিয়ে ধন্ধ তৈরি হয় বলে জানা যাচ্ছে।

You might also like!