kolkata

1 year ago

Kolkata Metro:অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট,যাত্রী ভোগান্তি,চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা

Kolkata Metro
Kolkata Metro

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট। পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে লাইনে সমস্যা দেখা দেওয়ায় আচমকা ব্রেক কষেন চালক। প্রায় আধ ঘণ্টা ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। 

গিরীশ পার্ক মেট্রো স্টেশনে থাকা এক যাত্রী জানান, মাইকে ঘোষণা করা হলেও তা অস্পষ্ট। স্টেশনে উপস্থিত যাত্রীদের কানে তা পৌঁছচ্ছে না বলে অভিযোগ। পরিষেবা কেন আচমকা থেমে গিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি গিরীশ পার্কে থেমে থাকা মেট্রোর মোটরম্যান। স্টেশনের ঘোষণা শুনতে পাননি তিনিও। তাঁকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘‘আমায় কিছু জানানো হয়নি। কী ঘোষণা হল, তা-ও বুঝতে পারলাম না।’’ আপাতত ময়দান থেকে কবি সুভাষ এবং গিরীশ পার্ক থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল হচ্ছে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে পরে জানানো হয়েছে, এসপ্ল্যানেড এবং পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের মাঝের ডাউন লাইনে আচমকা একটি আলোর ফুলকি লক্ষ করেন মোটরম্যান। কী কারণে আলোর ফুলকি দেখা গেল, তা এখনও জানা যায়নি। ডাউন লাইনের কোনও ত্রুটি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গিরীশ পার্ক মেট্রো স্টেশন থেকে কবি সুভাষগামী ট্রেন থেকে যাত্রীদের নামতে বলা হয়েছে। ফাঁকা ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মেট্রো পরিষেবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন যাত্রীরা। গিরীশ পার্ক মেট্রো স্টেশনের বাইরেও ভিড় জমে গিয়েছে যাত্রীদের। তাঁদের অভিযোগ, মেট্রো স্টেশনের বাইরে গেলে মাইকের ঘোষণা স্পষ্ট শোনা গেলেও স্টেশনের ভিতর থেকে কিছুই শোনা যাচ্ছে না। পরিষেবা কখন স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


You might also like!