kolkata

1 year ago

Weather forecast:পারদ চড়ল মহানগরীতে; বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পূর্বাভাস, শনিবার থেকে বদলাবে আবহাওয়া

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১২ মার্চ : বসন্তের চেনা আমেজের মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বৃষ্টি হলেও তাপমাত্রার অবশ্য বিশেষ হেরফের হবে না, বরং বৃষ্টি থামতেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। তবে শনিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। মূলত দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্কই থাকবে।

বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার এবং শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই। গত কয়েক দিন ধরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও মঙ্গলবারই কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়েছে, এদিন মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।


You might also like!