কলকাতা, ১১ মার্চ : “নির্বাচনের আগে রাম নবমীকে রাষ্ট্রীয় ছুটি হিসাবে ঘোষণা করাটা মমতা ব্যানার্জির একটা ছল। মমতা হিন্দুদের ঘৃণা করেন।” এই মন্তব্য করলেন বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য।
অমিতবাবু সোমবার এক্স হ্যান্ডলে লিখেছেন, “মহা শিবরাত্রির দু'দিন পরে, মমতা বন্দ্যোপাধ্যায় সায়নি ঘোষকে যাদবপুর থেকে টিএমসি-এর প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। তিনি ভগবান শিবকে অপবিত্র করে... একটি ধর্মান্ধ হিন্দু-বিরোধী পোস্ট দিয়ে সংবাদে এসেছিলেন। মমতা শিবির তাঁর প্রার্থীপদ নিয়ে হতাশ। কারণ তাঁকে অভিষেকের পছন্দ হিসাবে দেখা হচ্ছে। আরও গুরুত্বপূর্ণ, তাঁর মনোনয়ন, তাঁর হিন্দু-বিরোধী ভাবমূর্তি রক্ষা করার জন্য নিছক একটি কৌশল।