দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআগামী রবিবার দেশ দেখবে বাংলার জমায়েত। বুধবার এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় একথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় কাটিয়ে ব্রিগেডে ফিরছে বাংলার শাসকদল। ওই সভার নাম দেওয়া হয়ে জনগর্জন। নেতৃত্ব দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধান বক্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তার আগে এক ভিডিও বার্তায় রাজ্যের সব তৃণমূল কর্মী, সমর্থককে ওই দিন ব্রিগেডে আসতে অনুরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের এই ব্রিগেড সমাবেশকে কার্যত লোকসভা ভোটের প্রচার বলেই দাবি রাজনৈতিক মহলের।
রবিবার ব্রিগেডের মাঠ থেকে মমতার বার্তার দিকেই তাকিয়ে তৃণমূল। পাশাপাশি, বক্তা অভিষেককেও শুনতে চায় বাংলা। এই সভার আগে শনিবার ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে জনসভা করবেন তিনি। তার পরের দিনই ব্রিগেডে তৃণমূলের জনাসভা।