kolkata

1 year ago

Dum Dum Parking: দমদমে পার্কিংয়ের জমির সন্ধান! নেপথ্যে দক্ষিণ দমদম পুরসভা

Looking for parking land in Dumdum (Symbolic Picture)
Looking for parking land in Dumdum (Symbolic Picture)

 

দক্ষিণ দমদম, ২৩ জানুয়ারিঃ দমদম রোড বা যশোহর রোডের মতো ব্যস্ত রাস্তায় যানজট নিত্যদিনের সমস্যা। আর এই সমস্যার মূল কারণ হল পার্কিং ব্যবস্থার অভাব। তবে এবার সেই দিকে বিশেষ নজর পড়তে চলেছে পৌরসভার। পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজানোর বন্দোবস্তে তৎপর দক্ষিণ দমদম পুরসভা।

ইতিমধ্যেই খাতায়কলমে ‘এ’ গ্রেড পেলেও। এখনও পর্যন্ত সেভাবে পার্কিং লটের দেখা মেলেনি। পুরসভা সূত্র মারফত জানা গিয়েছে, পার্কিং লট তৈরির জন্য জায়গা খোঁজা শুরু হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে সে কাজ শেষ করার টার্গেট রয়েছে। ব্যারাকপুর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের এক কর্তার বক্তব্য, ‘আমরা নিয়মিত অভিযান চালাই। নো-পার্কিং জ়োনে গাড়ি রাখলে কাঁটা লাগিয়ে দেওয়া হয়, জরিামানা বাবদ নেওয়া হয় ৫০০ টাকা। কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় গাড়ির মালিকরাও বাধ্য হয়েই নো-পার্কিং জ়োনে গাড়ি রাখেন।’ ইতিমধ্যেই পুলিশের তরফে ২০টি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে পুরসভায়।

তবে কেন এত দিন পার্কিং ব্যাবস্থাপনায় খামতি দেখা গিয়েছিল? এই প্রশ্নের উত্তরে দক্ষিণ দমদমের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান অঞ্জনা রক্ষিত এবং পাচু রায়ের বক্তব্য, ‘সমস্যার সুরাহায় চেষ্টা করেছিলাম। কিন্তু আলাপ-আলোচনার মধ্যেই আমাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।’ পুরসভার এক কর্তা সোমবার বলেন, ‘কোথায় কোথায় ফাঁকা জায়গা রয়েছে তা আমরা খুঁজে দেখার কাজ শুরু করেছি। মূলত জায়গার অভাবই সমস্যা।’ তবে সরকারি জায়গার পাশাপাশি জায়গা কিনে পার্কিং ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওই কর্তা।

You might also like!