kolkata

1 year ago

Kunal Ghosh: প্রার্থীতালিকায় নাম নেই কুণালের! তৃণমূলে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি

Kunal Ghosh (File Picture)
Kunal Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার তৃণমূলের জন গর্জন সভা থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। সেখানে টিকিট পেয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে বাদ গেলেন কুণাল ঘোষ। কুনাল এবারে সাংসদ পদের টিকিট পেতে পারেন এমনটাই জল্পনা চলছিল। কিন্তু সেই জল্পনায় জল পড়েছে গত রবিবার। এই সূত্রেই সামাজিক মাধ্যমে কুনাল ঘোষকে নিয়ে একটি মিম ঘোরাফেরা করতে দেখা যায়। এর ঠিক ২৪ ঘণ্টা বাদেই মুখ খুললেন কুণাল। সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ লিখলেন,"দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব।শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার, দিয়ে রেখেছেন। আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুরসহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে, পালন করব।”

প্রসঙ্গত কুণাল ঘোষ কিছুদিন আগে দলেরই একজনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে লের সুপ্রিমোর কাছে চিঠি পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। রাজ্য়ের তরফে যে অতিরিক্ত নিরাপত্তারক্ষী তার জন্য থাকে সেটাও প্রত্য়াখান করেন। তখনই নানা বিতর্ক দানা বাঁধে। তবে রাতারাতি আবার এ দৃশ্যও দেখা যায়। যে ‘সাংসদ’, প্রবীণ নেতার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি, তাঁর বাড়িতে গিয়ে চা-মিষ্টিমুখও করেন। তাঁর সাংসদ টিকিট পাওয়া, না পাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে আবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন কুণাল।

You might also like!