দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নিউ গড়িয়া থেকে রুবি। মেট্রোপথে যাত্রী পরিবহণের জন্য রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র এসেছে। মেট্রো চলাচল শুরু হবে। তাই রেক সংরক্ষণের জন্য কারশেডের প্রয়োজন ছিল। এবার কবি সুভাষ ইয়ার্ডে আধুনিক কারশেড তৈরি হচ্ছে।
এই কবি সুভাষ ইয়ার্ডে ট্রেনের একাধিক অংশের পরীক্ষা ও মেরামতি চালানো যাবে। রক্ষণাবেক্ষণের পর রেক দাঁড় করিয়ে রাখার জন্য পৃথক ছটি লাইনও থাকবে। ট্রেন ধোয়ার জন্য কোচ ওয়াশিং প্লান্টও থাকছে এই ইয়ার্ডে।
বর্তমানে কবি সুভাষ স্টেশন সংলগ্ন অঞ্চলে কারশেড থাকলেও শুধু রেক দাঁড় করিয়ে রাখা যায়। নতুন কারশেড চালু হলে, ফের রেক রক্ষণাবেক্ষণ শুরু হবে।