kolkata

1 year ago

Kabir Suman: রাজ্যে রামনবমীর ছুটিতে ক্ষোভ কবীর সুমনের

Kabir Suman (File Picture)
Kabir Suman (File Picture)

 

কলকাতা, ১০ মার্চ: রাজ্য সরকারের দেওয়া রামনবমীর ছুটি নিয়ে গর্জে উঠলেন গায়ক কবীর সুমন। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।

কবীর সুমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আর পারলাম না। রামনবমীতেও আমার রাজ্যে ছুটি। মানছি না। রামনবমী = জাতীয় সংখ্যালঘু নির্যাতন দিবস। ঐ দিন হবে আমার রাজ্যে ছুটির দিন। চমৎকার।

প্রসঙ্গত, এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। আগামী ১৭ এপ্রিল রামনবমী। ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। রাজ্য সরকারের সিদ্ধান্তে মোটেই খুশি নন ''গানওয়ালা'' কবীর সুমন।


You might also like!