কলকাতা, ৮ আগস্ট : মোহনবাগানের কোচিং এর দায়িত্ব ছেড়ে সামনের মরশুমে হাবাস ইন্টার কাশীর দায়িত্ব নিয়েছেন। ডুরান্ডের পরই তিনি ইন্টার কাশীর দায়িত্ব গ্রহণ করবেন। হাবাসকে নিয়ে এসে সামনের মরসুমের জন্য দল গোছাতে শুরু করেছে ইন্টার কাশী। সূত্রের খবর, হাবাসের হাত ধরেই মোহনবাগানের জনি কাউকোকে সই করতে চলেছেন নতুন ক্লাব ইন্টার কাশী। তবে এই বিষয়টি নিয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি। আই লিগ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে কাউকোকে দলে নেবে ইন্টার কাশী। গত মরশুমে আই লিগ খেলেছে ইন্টার কাশী। গতবার তারা লিগে চতুর্থ স্থানে ছিল। এবার দলে হাবাসের মত কোচ এনে ভালো দল গঠনের চেষ্টা করছে তারা।