kolkata

1 year ago

Madrasah Service Commission: মাদ্রাসা সার্ভিস কমিশনের তারিখ নিয়ে ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা

Job seekers are angry about Madrasa Service Commission date
Job seekers are angry about Madrasa Service Commission date

 

কলকাতা : ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পূর্ব নির্ধারিত ২৮ জানুয়ারি প্রাথমিক পরীক্ষার দিনেই মাদ্রাসা সার্ভিস কমিশন (এমএসসি) প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট-এর দিন ফেলায় ক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা।

সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করে একই দিনে দু’টি পরীক্ষা ফেলায় এমএসসি-র টেট পরীক্ষা বয়কটের ডাক দিয়েছে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন।  ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, একই সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের (এনসিটিই) বিধি উপেক্ষা করে কমিশন টেট পরীক্ষায় দু’টি ভুল উত্তরের জন্য এক নম্বর কেটে নেওয়ার যে নিয়ম চালু করেছে, তারও বিরোধিতা করেছে ছাত্র সংগঠন।

কমিশনের সচিব সাজ্জাদ সিদ্দিকিকে দেওয়া স্মারকলিপিতে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন দাবি করেছে, মাদ্রাসা সার্ভিস কমিশন প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেট আপাতত স্থগিত রাখা হোক। পরে এমএসসির টেটের দিনক্ষণ যখনই ঘোষণা করা হোক না কেন, তা যেন হঠাৎ করে না হয়।

মাদ্রাসা ছাত্র ইউনিয়নের কার্যকরী সভাপতি সাজিদুর রহমান জানান, কমিশনের এই সিদ্ধান্তে পরীক্ষার্থীরা দিশেহারা। এখনও ৭৫৭ জন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাননি। ওয়েবসাইটে তাঁদের আবেদন বাতিল দেখানো হচ্ছে।


You might also like!