kolkata

1 year ago

Lok Sabha Election 2024:যাদবপুরে বামেদের দেওয়াল লিখনে কালি! হুংকার সৃজনের

CPM accuses Trinamool of erasing the wall
CPM accuses Trinamool of erasing the wall

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃযাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে লেখা একাধিক দেওয়াল লিখন মুখে দেওয়া এবং তাতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল। রাজনৈতিক লড়াইয়ের মধ্যেও সৌজন্যের নজির দেখেছে এই কেন্দ্র। বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে প্রচারে দেখে এগিয়ে গিয়ে সৌজন্য বিনিময় করেছিলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন রাজপুর-সোনারপুর ওয়ার্ডের ২১ নম্বর ওয়ার্ডে সিপিএমের একাধিক দেওয়াল দেখিয়ে সিপিএমের দাবি, রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই সব কাজকর্ম করে বেড়াচ্ছে। ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই দেওয়াল মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি সিপিএমের। স্থানীয় বামকর্মী কৃশানু বিশ্বাস এই প্রসঙ্গে বলেন, ‘‘অনেক দিন ধরেই তৃণমূল এ সব করছে। ওদের নেতাদেরও বিষয়টা আমরা জানিয়েছি। কেবল বলা হচ্ছে, কারা এগুলো করছে দেখো। আমাদের কেউ এই সব কাজে যুক্ত নয়।”

দেওয়াল মোছার অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সিপিএম প্রার্থী সৃজনও। তিনি বলেন, “লাল ঝান্ডা ক্রমশ শক্তিশালী হচ্ছে। তাই তৃণমূল ভয় পাচ্ছে। মানুষের মনে আছে লাল ঝান্ডা। দেওয়াল মুছে তৃণমূল কিছুই করতে পারবে না।” তৃণমূল টালিগঞ্জ-সহ আরও বেশ কিছু জায়গাতেও তাঁদের দেওয়াল লিখন মুছে দিয়েছে বলে দাবি করেন সৃজন। তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রাজপুর সোনারপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সরকারের আবার দাবি, এলাকায় সিপিএমের দেওয়াল লেখার লোক নেই। তাই এই সব অভিযোগ তুলে নজর কাড়তে চাইছে। তাঁর কথায়, “এলাকার মানুষ তৃণমূলের কাছ থেকে পরিষেবা পায়। ভোটের ফলেই প্রমাণিত হয়ে যাবে মানুষ কাদের সঙ্গে আছে। হতাশা থেকে সিপিএম আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।”


You might also like!