kolkata

1 year ago

Naushad Siddiqui :ভাঙড়ে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত বিধায়ক নওশাদের জামিন মঞ্জুর হাইকোর্টে

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভাঙড়ে তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। আজ এই আবেদন মঞ্জর করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ।

ভাঙড়ের তৃণমূল নেতা রাজু নস্করের খুনের ঘটনায় অভিযোগ রয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে । 16/6/23 তারিখে খুন হন রাজু । এফআইআরে নওশাদ সিদ্দিকীর নাম রয়েছে এক নম্বরে । সেই মামলায় হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন নওশাদ । এ দিন সেই মামলার শুনানিতে আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত ।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ দেওয়া হয়েছিল, তার উত্তর দিয়েছেন তিনি । সেই জন্য আদালতের ডিভিশন বেঞ্চের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আপাতত কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে না । তিনি নির্বাচনের প্রচারের কাজে অংশ নিতে পারবেন ।

 ভাঙড় 2 ব্লকের হাটগাছা গ্রামের বাসিন্দা ঋত্বিক নস্কর অভিযোগ করেছিলেন যে, গত বছর স্থানীয় বাসিন্দাদের নিয়ে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তিনি এবং তাঁর শ্বশুর রাজু নস্কর ৷ সেই সময় নওশাদের নেতৃত্বে আইএসএফ কর্মী সমর্থকরা তাঁদের উপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি ৷ ঋত্বিক জানান, তিনি পালাতে পারলেও তাঁর শ্বশুরকে সে দিন পিটিয়ে মেরে ফেলা হয় ৷ আর এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন নওশাদ সিদ্দিকী ৷ এই অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠানো হয়েছিল ৷


You might also like!