দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার পদত্যাগ করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে। খবর প্রকাশ্যে আসতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতি-যোগ নিয়েও শুরু হয়েছে তীব্র জল্পনা। এই খবর শুনে ‘বিস্মিত’ বর্ষীয়ান আইনজীবী বিকাশঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবুকে বিভিন্ন সময় এজলাসে গুরু বলে স্বীকার করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এমনকী তমলুক (Tamluk) অথবা দক্ষিণ কলকাতা, দমদমের মতো কোনও লোকসভা ( আসনে প্রার্থী হতে পারেন বলেও দাবি করছেন কেউ কেউ। কিন্তু এখানেই উঠে এসেছে বাম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রসঙ্গ। যাঁর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে বিস্তর।
এ প্রসঙ্গে কী বলছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘গুরু’ বিকাশরঞ্জন ভট্টাচার্য?তিনি বলেন, ”আমি মনে করি না উনি বিজেপিতে যোগ দেবেন। বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়াবেন বলে মনি করি না, এটা আমার ব্যক্তিগত ধারণা। যা জল্পনা-কল্পনা চলছে এর মধ্যে আমি নেই।” বর্ষীয়ান আইনজীবীর দাবি, ”ওঁ তো নিজে মুখে বলেননি বিজেপিতে যাবেন, কেন ওঁকে অভিযুক্ত করে দেওয়া হচ্ছে! উনি তো বাচ্চা নন, যা করেছেন বা যা করবেন ভেবেই করবেন।” বিচারপতির সঙ্গে কথা বলবেন বিকাশ? তিনি জানান, ”আমি কেন ওঁর সঙ্গে কথা বলব, উনি যদি মনে করেন আমার সঙ্গে কথা বলবেন তো বলবেন! আমি আবার বলছি, কোনও কল্পনার মধ্যে আমি নেই, উনি যা করবেন ভেবেই করবেন, প্রবীণ মানুষ। বুদ্ধিমান মানুষ।”
একদা বামেদের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠতা’ নিয়েও বিতর্ক হয়েছে। বিকাশ কি বিশ্বাস করেন উনি বিজেপিতে যাচ্ছেন? সিপিএম নেতার দাবি, ”আবার বলছি, কোনও জল্পনায় আমি নেই। যাঁরা আছেন তাঁদের জিজ্ঞাসা করুন। তবুও আমার ধারণা উনি বিজেপিতে যাবেন না হয়ত।”
উল্লেখ্য, রবিবার নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে। রাজনীতিতে যোগদানের কথাও স্পষ্টভাবে জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ”রাজনীতিতে যোগ দেব কি না, তা সময়ই বলবে। তবে ক্ষমতাসীন দলের নানা মামলায় আমার রায় পছন্দ না হলেই যেভাবে আমার বিরুদ্ধে আক্রমণ হয়েছে, আমাকে বলা হয়েছে, ময়দানে নামতে। তা ভেবেই আমি ময়দানে নামতে চাই। দেখা যাক!” তবে কি প্রার্থী হবেন? তাতে বিচারপতির উত্তর, ”সেটা আমার উপর নির্ভর করে না। মঙ্গলবার যা বলার বলব।”