kolkata

1 year ago

Saraswati Puja: সামনেই পরীক্ষা, সরস্বতী পুজোর দিন মন ভালো নেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের

Goddess Saraswati (File Picture)
Goddess Saraswati (File Picture)

 

কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: পরীক্ষার মধ্যেই সরস্বতী পুজো। আবার সরস্বতী পুজোর দিনই, ভ্যালেন্টাইন ডে। সব মিলিয়ে, যে কারণে মনখারাপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। প্রত্যেক বছরের মতো এবারেও সরস্বতী পুজোর পরপরই উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় উৎসবে-আয়োজনে পড়ুয়াদের যোগ দেওয়ায় ঘাটতি দেখা গেল। তবে, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় তাঁদের মন এখন ফুরফুরে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। পরীক্ষা প্রস্তুতির জেরে মাথা থেকে সরে গিয়েছে সরস্বতী পুজো কিংবা ভ্যালেন্টাইন ডে-র ভাবনা। তবে মাধ্যমিক পরীক্ষার্থীরা হাঁফ ছেড়ে বেঁচেছে। কারণ, বিদ্যার দেবী মণ্ডপে আসার আগেই তাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেই আক্ষেপ করে বলেছে — পরীক্ষা শুরুর দু’দিন আগেই সরস্বতী পুজো, যে কারণে এবারের পুরো আনন্দই মাটি হয়ে গিয়েছে।

You might also like!