kolkata

1 year ago

Tapas Rai's house Ed: তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও উপস্থিত ইডির আধিকিরকরা

ED officials present at Trinamool MLA Tapas Roy's house
ED officials present at Trinamool MLA Tapas Roy's house

 

কলকাতা, ১২ জানুয়ারি: পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের দমকল মন্ত্রী নেতা সুজিত বসুর পাশাপাশি বউ বাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও হানা দিয়েছে ইডির আধিকারিকরা। বি বি গাঙ্গুলি স্ট্রিটের ওই বাড়িতে শুধুমাত্র তাপস রায় থাকেন না, রয়েছেন আরও অনেক আবাসিকও। শুক্রবার সেই বাড়িতেই প্রবেশ করেছেন ইডি-র অফিসাররা।

এদিন সকাল থেকে একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন একাধিক হেভিওয়েট। বর্তমানে বরানগরের বিধায়ক তাপস রায়। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। তবে এর আগে কখনও কোনও দুর্নীতি মামলায় নাম জড়ায়নি তাঁর। কখনও তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনও কেন্দ্রীয় সংস্থার তরফে। তবে ভিতরে জিজ্ঞাসাবাদ চলছে বলে সূত্রের খবর। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষজন জড় হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সরিয়ে দেয়।

এদিন সুজিত বসুর বাড়িতেও জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি। তাঁর সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির যোগ থাকতে পারে বলে সন্দেহ কেন্দ্রীয় সংস্থার। দুই বিধায়কের বাড়িতেই এদিন উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলে চলে যায় তারা।

You might also like!