kolkata

1 year ago

ED : দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানকে তলব ইডি-র

ED has summoned the Vice Chairman of South Dum Dum Municipality (Symbolic Picture)
ED has summoned the Vice Chairman of South Dum Dum Municipality (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দক্ষিণ দমদম পুর সভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তকে ফের একবার ডেকে পাঠাল ইডি। একসময় মন্ত্রী সুজিত বসুর ব্যক্তিগত আপ্ত সহায়ক ছিলেন এই নিতাই। এর আগেও তাঁর বাড়িতে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালিয়েছিলেন গোয়েন্দারা। চলতি সপ্তাহেই তাঁকে ইডি দফতরে হাজিরার নোটিস পাঠানো হয়েছে।

বস্তুত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তদন্ত করেছেন ইডি আধিকারিকরা। খোদ মন্ত্রী সেই সময় অভিযোগ জানিয়ে বলেছিলেন, তাঁর আপ্ত-সহায়ক নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করেছে এজেন্সি। কিছুই পায়নি তারা। তারপরও মন্ত্রীর নাম বলতে চাপ দেওয়া হচ্ছে। সুজিতের অভিযোগ, “নিতাইকে ১২ ঘণ্টা জেরা করল কিছুই পেল না। তারপর ওকে বলা হল সুজিত বোসের নাম বলে দাও তোমায় ছেড়ে দেব।”

নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাত পাতার নথি উদ্ধার করেছিলেন ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুর সভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে গোয়েন্দা আধিকারিকদের দাবি ছিল, পুরনিয়োগ দুর্নীতি সরাসরি জড়িত নিতাই। কামারহাটি পুরসভায় চাকরি পেয়েছেন নিতাইয়ের স্ত্রী ও ভাই। বিস্ফোরক দাবি গোয়েন্দাদের। সূত্রের খবর কীসের ভিত্তিতে ওই নিয়োগ হয়েছিল, সেখানে কোনও গরমিল ছিল কি না, সেই বিষয়গুলিও ইডির আতসকাঁচের তলায় রয়েছে।

You might also like!