দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতে আজ, মঙ্গলবার কৌশল ঠিক করতে পারে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সোমবার রাতে শহরে এসে এদিন অফিসারদের নিয়ে বৈঠকে বসছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মনে করা হচ্ছে, এই বৈঠক থেকেই হয়তো কোনও নতুন কৌশল বার করা হবে। এদিকে, চারদিন কেটে গেলেও এখনও কোনও খোঁজ নেই রেশন দুর্নীতিতে অভিযুক্ত শেখ শাহজাহানের।
সন্দেশখালিতে হামলার ঘটনায় এবার পুলিশকে কাঠগড়ায় তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, অভিযানে যাওয়ার খবর পুলিশ সুপারকে জানানো হয়েছিল। তারপরেও কীভাবে হামলা চাললো দুষ্কৃতীরা। এই বিষয়টি নিয়ে সরাসরি পুলিশকে বিঁধেছে ED।
সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ED আধিকারিকদের। তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও ঘটনার পর থেকে নিখোঁজ শাহজাহান শেখ। সীমান্তবর্তী এলাকায় তাঁর মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও পাওয়া গিয়েছে।