দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ই এম বাইপাস কলকাতা শহরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক রাস্তা। প্রতিদিনই বহু মানুষ যাতায়াত করে এই রাস্তাকে কেন্দ্র করেই। আর সেই কারণেই দুর্ঘটনারও অন্যতম প্রাণকেন্দ্র শহরের বুকে থাকা এই সড়ক। এর পাশাপাশি যানজটতো নিত্য দিনের ঘটনা। দুর্ঘটনা কমিয়ে যান চলাচলকে আরো নিখুঁত করতে বেলেঘাটা ক্রসিং এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সম্মুখে গজিয়ে উঠেছে সাবওয়ে। তবে অভিযোগ উঠেছে এই সাবওয়ে তৈরির সময় ক্ষতিগ্রস্ত হয়েছে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা। যার মাসুল গুনতে হয়েছে সাধারণ মানুষকে। আন্ডারপাসের কাজের কারণে ভূগর্ভ নিকাশির একাধিক জায়গা অবরুদ্ধ হয়ে পড়েছে । ফলত বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়ছে এলাকা। আর বর্ষা আক্রমণ করলেতো কোনো কথাই নেই।
তাই এবার এই এলাকাকে জলজন্ত্রনা থেকে মুক্তি দিতে কলকাতা পুরসভার লক্ষ্য বিকল্প নিকাশি পরিকাঠামো। এই সূত্রে লালবাজারের অনুমতির অপেক্ষায় অপেক্ষারত পুর কর্তারা। তবে এই কাজের সময় ব্যাহত হতে পারে যান চলাচল। কারণ এই ই এম বাইপাসই শহরের দক্ষিণ-পূর্ব অংশে যান চলাচলের অন্যতম প্রাণ সড়ক। ওই অংশে কাজ শুরু হলে তিনটি জায়গায় মাটি খুঁড়তে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ লেন বা একাংশ বন্ধ রাখতে বা যান নিয়ন্ত্রণ করতে হবে দক্ষ হাতে। এহেন ব্যস্ত রাস্তায় সেই কাজ যে ভীষণই কঠিন তা খুব ভালোভাবেই জানেন ট্রাফিক কর্তার। সেক্ষেত্রে কী ভাবে তা সম্পন্ন হবে, তাই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।