কলকাতা, ২৫ জানুয়ারি: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় রাম বোঝেন না, সীতাও বোঝেন না। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, "বিজেপি মহিলা-বিরোধী, কেননা তাঁরা শুধু রামের কথাই বলে।"
এ প্রসঙ্গে বৃহস্পতিবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, "তিনি রামও বোঝেন না, সীতাও বোঝেন না... তাঁর রাজনীতি এমন যে, তিনি সমাজ থেকে দূরে নিজের মতো করে কাজ করেন। তিনি এতটাই বিভ্রান্ত যে কখনও তিনি কংগ্রেস, সিপিএম আবার কখনও বিজেপির বিরুদ্ধে কথা বলেন।"