kolkata

1 year ago

Calcutta High Court : অচেনা মহিলাকে 'ডার্লিং' সম্মোধন আপত্তিকর! মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট

Kolkata High Court (File Picture)
Kolkata High Court (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাইকোর্টের পোর্ট ব্লেয়ার বেঞ্চ একটি মামলার প্রেক্ষিতে জানাল কোনও অপরিচিত মহিলাকে 'ডার্লিং' বলে সম্মোধন করা হলে সেটা আইনত অপরাধ। আদালত জানিয়েছে, অচেনা মহিলাকে 'ডার্লিং' সম্বোধন করা ফৌজদারি অপরাধ। এক্ষেত্রে সেকশন ৩৫৪এ ধারা আরোপ হতে পারে।

প্রসঙ্গত আদালতের এই পর্যবেক্ষণ মূলত মদ্যপ অবস্থায় এক ব্যক্তির মহিলা কনস্টেবলকে করা মন্তব্যের প্রেক্ষিতেই। অভিযোগ, জনক রাম নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এক মহিলা কনস্টেবলের উদ্দেশে বলে 'কেয়া ডার্লিং, চালান করনে আই হ্যায় কেয়া?' এই মন্তব্যের জন্য জেল হয় তার। সেই সাজা বহাল রাখতে গিয়েই এমন পর্যবেক্ষণ হাইকোর্টের। জানা গিয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। আদালত অভিযুক্তকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গেই তার উপর যে দুটি ধারা লাগু করা হয়েছে তার প্রত্যেকটির জন্য় ৫০০ টাকা করে জরিমানাও ধার্য করা হয়।  

You might also like!