কলকাতা, ৫ জানুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে শুক্রবার ইডি আধিকারিকদের উপর হামলা, ইডিএবং একাধিক সংবাদপত্রের গাড়ি ভাঙচুরের ঘটনায় ইডি এবং সংবাদপত্রের ওপরেই দোষ চাপিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই মন্তব্যের কড়া সমালোচনা করল বিজেপি।
বিজেপি-র মুখপাত্র সজল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, “বাংলায় যে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিস্থিতি নেই তা এই ঘটনাতেই প্রমাণিত। বাংলাকে সিরিয়া-পাকিস্তান বানিয়ে ছেড়েছে তৃণমূল। শাসক দলের প্রশ্রয়ে কিছু জায়গা গুণ্ডা বদমায়েশদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। তাদের আবার পুলিশি প্রহরার ব্যবস্থাও করে রেখেছে সরকার। শুক্রবারের ঘটনার প্রতিক্রিয়া ভাল হবে না।”
প্রসঙ্গত, শুক্রবার সকালে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে ইডির একটি দল সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায়। কিন্তু সেখানে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিগৃহিত হন কেন্দ্রীয় বাহিনীর তদন্তকারীরা