দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার চতুর্থ গ্রেফতার। জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শংকর আঢ্যর পর এবার গ্রেফতার করা হল ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। সল্টলেকের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে এফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে আজই আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। ধৃত ব্যবসায়ীর ৩ ধরণের ব্যবসা রয়েছে বলে জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এর আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, রেশ বণ্টন দুর্নীতিতে টাকার পরিমাণ এক হাজার নয়, প্রায় ২০ হাজার কোটি টাকা। তার মধ্যে শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকেরই ১০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এবার ইডি আধাকিরকরা তদন্তে অগ্রসর হয়ে এই বিশ্বজিৎ দাসের নাম পান। তাঁকে সামনে রেখে তদন্ত শুরু করতেই উঠে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, বিশ্বজিতের এখদিকে যেমন মানি এক্সচেঞ্চের ব্যবসা রয়েছে, তেমনই রয়েছে ইমপোর্ট - এক্সপোর্টের ব্যবসা। এছাড়া সোনার ব্যবসাও রয়েছে রয়েছে। আর এই সমস্ত সংস্থাকে সামনে রেখেই দিনের পর দিন কালোটাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ।